Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০২৫

বার্ড-এ জুলাই শহিদ দিবস ২০২৫ উদযাপিত


প্রকাশন তারিখ : 2025-07-16

 

অদ্য ১৬ জুলাই ২০২৫ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ‘জুলাই শহিদ দিবস-২০২৫’ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বার্ড-এর ময়নামতি মিলনায়তনে ২০২৪ এর জুলাইয়ের শহিদগণের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বার্ডের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব সাইফ উদ্দিন আহমেদ বলেন- বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মাইলফলক হিসেবে কাজ করেছে ২০২৪ সালের ১৬ই জুলাই। এই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ -এর আত্মদানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্ফুলিঙ্গ সারাদেশে ছড়িয়ে পড়ে। ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তৃতায় ছাত্রজনতার আত্মত্যাগ এবং জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ তুলে ধরেন জনাব রহমত উল্লাহ, সহকারী পরিচালক, বার্ড। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বার্ডের অনুষদ পরিষদের সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুন, পরিচালক, বার্ডের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজ সাইফুন নাহার, যুগ্মপরিচালক, একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোঃ জাকির হোসেন, বার্ড মডেল স্কুলের শিক্ষার্থী এবং বার্ড-এ চলমান বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী। আলোচনা সভার পর বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় সঞ্চালনা করেন জনাব মোঃ সালেহ আহমেদ, সহকারী পরিচালক, বার্ড। আলোচনা সভায় বার্ডের অনুষদবর্গসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, বার্ড-এ চলমান বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী এবং বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও, জুলাই শহিদ দিবস-২০২৫ উপলক্ষে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।