Wellcome to National Portal
  • BARD
  • 2025-06-26-06-31-e16fd3a261ff1d0896370bf8c52b3408
  • 2019-12-17-23-29-55703007d9d04572df02a06fbd714d24
  • 2023-08-22-09-18-f2fea784a8ef59112b7c4976ca377450
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ডিসেম্বর ২০২৪

বার্ড-এ টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


প্রকাশন তারিখ : 2024-12-02

2024-12-02-10-03-8e101c634e35b883875dd295cfc34754

অদ্য ০২/১২/২০২৪ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় “টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন: আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক দুই সপ্তাহ মেয়াদি আফ্রিকান-এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ড-এর মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর্ডো)-এর অর্থ বিভাগের প্রধান জনাব আসলাম খান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের রুটিন দায়িত্ব পালনরত জনাব মোঃ মোখলেছুর রহমান, এনডিসি (অতিরিক্ত সচিব)। শ্রীলংকা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্ভিয়া, পাকিস্তান, ওমান, মালয়শিয়া, কেনিয়া এবং বাংলাদেশসহ ১২টি দেশের ২০ জন উর্ধ্বতন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করছেন। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বার্ডের অতিরিক্ত মহাপরিচালক-সহ অনুষদবর্গ অংশগ্রহণ করেন।    

সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক বলেন, প্রশিক্ষণ কর্মশালাটি থেকে প্রশিক্ষণার্থীগণ নিজেদের মধ্যে পারস্পরিক মিথষ্ক্রিয়ার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্তকরণে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, বার্ড গ্রামীণ জনগোষ্ঠির মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে ষাটের দশক থেকেই সমবায়ের মাধ্যমে কাজ করছে এবং অব্যাহত রেখেছে। উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব আসলাম খান তাঁর বক্তব্যে বলেন, এ ধরণের আন্তর্জাতিক ও আঞ্চলিক কর্মশালা কার্যকরী ও সহায়ক বলেই আর্ডো সদস্য দেশসমূহের প্রতিনিধি নিয়ে প্রতিনিয়ত কর্মশালাটি বার্ডে আয়োজন করে যাচ্ছে। তিনি বলেন, বার্ড তথা বাংলাদেশের সাথে আর্ডো-এর এই সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতার বিনিময় হবে যা প্রশিক্ষণার্থীগণের কাজে আসবে। তিনি কর্মশালাটি আয়োজনের জন্য বার্ড কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। কর্মশালাটির উদ্দেশ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো)-এর সদস্য রাষ্ট্রসমূহের নীতি-নির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লী এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ), বার্ড জনাব আবদুল্লাহ আল মামুন। কর্মশালায় অংশগ্রহণকারীদের নিকট কর্মশালার পরিচিতি তুলে ধরেন কর্মশালা পরিচালক ড. শিশির কুমার মুন্সী, পরিচালক (কৃষি ও  পরিবেশ), বার্ড। সহযোগী ও সহকারী কর্মশালা পরিচালকের দায়িত্বে রয়েছেন যথাক্রমে জনাব মোঃ আবু তালেব, যুগ্মপরিচালক, বার্ড এবং জনাব আব্দুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক, বার্ড।