Wellcome to National Portal
  • BARD
  • 2025-06-26-06-31-e16fd3a261ff1d0896370bf8c52b3408
  • 2019-12-17-23-29-55703007d9d04572df02a06fbd714d24
  • 2023-08-22-09-18-f2fea784a8ef59112b7c4976ca377450
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জুলাই ২০১৮

বার্ডে কৃষি প্রযুক্তি নির্বাচন ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2018-07-31

অদ্য ৩১ জুলাই ২০১৮ দিনব্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির লালমাই অডিটরিয়ামে কৃষি প্রযুক্তি নির্বাচন ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক ও সেমিনার আহবায়ক ড. এ, কে, শরীফউল্লাহ। সেমিনারে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট,  বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আধুনিক কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি, আধুনিক কৃষি বাজার ব্যবস্থাপনার উপর স্ব-স্ব উপস্থাপনা প্রদান করেন। সেমিনারের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রশাসন) ড. কামরুল আহসান। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য। সেমিনারে বার্ডের অনুষদবর্গ অংশগ্রহণ করেন। উক্ত সেমিনারে সহযোগি সেমিনার আহবায়কের দায়িত্ব পালন করেন বার্ডের সহকারী পরিচালক জনাব কামরুল হাসান।