Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জুলাই ২০২৫

গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে কৃষি উদ্যোক্তা সৃজন ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন

প্রায়োগিক গবেষণা

গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে কৃষি উদ্যোক্তা সৃজন ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন

প্রণয়নে-

ড. মোঃ আনোয়ার হোসেন ভূঁঞা, পরিচালক, বার্ড

জনাব সালাহ উদ্দিন ইবনে সাঈদ, পরিচালক, বার্ড

জনাব আযমা মাহমুদা, যু্গ্মপরিচালক, বার্ড

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)

কোটবাড়ী, কুমিল্লা।

 

জুলাই ২০২4 - জুন 2027

কর্মসূচির নাম:     গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে কৃষি উদ্যোক্তা সৃজন ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন

1. পটভূমি:

“সমন্বিত কৃষি কর্মকান্ডের মাধ্যমে কুমিল্লার লালমাই-ময়নামতি পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়ন” শীর্ষক প্রকল্পটি সংক্ষেপে “লালমাই-ময়নামতি” প্রকল্পটি 2016-2021 সালে “আমার বাড়ি আমার খামার” প্রকল্পের কম্পোনেন্ট হিসেবে কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি পাহাড়ি অঞ্চলের দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নের জন্য বাস্তবায়িত হয়। আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কৃষি ব্যবস্থার উন্নয়ন সাধনের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বার্ড ষাটের দশক হতে এ পর্যন্ত বিভিন্ন প্রায়োগিক গবেষণা বাস্তবায়নের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৃহত্তর কুমিল্লার লালমাই-ময়নামতি পাহাড়ি এলাকার জনগণের দারিদ্র্য হ্রাস করে তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছে। এছাড়া প্রকল্পের মাধ্যমে ভিত্তি জরিপ পরিচালনা, গ্রাম সংগঠন সৃজন, জৈব কৃষির প্রচলন, সর্বাধুনিক ধানের বীজ সরবরাহ ও সংরক্ষণ, আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রসার, সবজি চাষ, মৌচাষ, মাশরুম চাষ, ফল বাগান সৃজন, নার্সারি সৃজন, উন্নত জাতের হাঁস-মুরগী ও মাছের পোনা বিতরণ, সেচের জন্য সৌরপ্যানেল ভিত্তিক অগভীর নলকূপ স্থাপন, আধুনিক সেচ ব্যবস্থাপনা এবং কৃষিজ পণ্যের বিপণনসহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নের প্রয়াস গৃহীত হয়। প্রকল্প এলাকায় সমন্বিত কৃষি কর্মকাণ্ডে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে ১২টি আয়বর্ধনমূলক ট্রেডে দুই মেয়াদে মোট 10338 জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রকল্পের ধারাবাহিকতায় গ্রাম উন্নয়ন সংগঠনের স্থায়ীত্বশীলতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি কর্মকাণ্ডের মাধ্যমে লালমাই-ময়নামতি পাহাড়ি এলাকার জনগণের টেকসই অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক প্রায়োগিক গবেষণার আওতায় 2022-2024 সময়ে 8% সার্ভিস চার্জে রাজস্ব বাজেট হতে 47 লক্ষ টাকা “গ্রামীণ ঋণ” হিসেবে বিতরণ কর হয়। ঋণের কিস্তি আদায় ও পুনঃ বিনিয়োগের কাজ চলমান রয়েছে। লালমাই-ময়নামতি প্রকল্পের আওতায় আর্থীকভাবে উন্নীত সদস্যদের ঋণ বিতরণ, কৃষি ক্ষেত্রে সহযোগিতা, পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তিন বছর মেয়াদী (2024-2027) “গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে কৃষি উদ্যোক্তা সৃজন ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন” প্রায়োগিক গবেষণা পরিচালনা করা প্রয়োজন। এই প্রায়োগিক গবেষণার আওতায় গ্রাম সংগঠন সৃজনের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, কৃষি ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টি ও আয়বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

2. প্রায়োগিক গবেষণার উদ্দেশ্যসমূহঃ

ক) সঞ্চয় ও ঋণ কার্যক্রমের মাধ্যমে সুফলভোগীদের আর্থিক অভিগম্যতা বৃদ্ধি করা;

খ) কেঁচোসার উৎপাদন ও বিপননে উদ্যোক্তা ‍সৃজন;

গ) উচ্চ মূল্যের সবজি ও ফল ‍উৎপাদন ও প্রক্রিয়াজাত করণের জন্য উদ্যোক্তা ‍সৃজন; এবং

ঘ) গবাদি পশু  ও হাঁস মুরগি পালনের মাধ্যমে উদ্যোক্তা সৃজন।

3. উল্লেখযোগ্য কম্পোনেন্টসমূহ এবং বাস্তবায়ন কলাকৌশলঃ

  1. সংগঠন সৃজন ও সঞ্চয় কার্যক্রম: প্রায়োগিক গবেষণার কার্যক্রম আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় পরিচালনা করা। কৃষি কর্মকান্ডের সাথে জড়িত আগ্রহী নারী ও পুরুষ সদস্য এবং মাসিক 200 টাকা হারে সঞ্চয় করতে ইচ্ছুক, এমন সদস্যদের নিয়ে গ্রাম সংগঠন গঠন করা হবে। মাসিক সভার মাধ্যমে প্রায়োগিক গবেষণার আওতায় 21টি গ্রাম উন্নয়ন সংগঠন সৃজন করা এবং সদস্যদের নিকট থেকে মাসিক 200 টাকা হারে সঞ্চয় সংগ্রহ করা। প্রতিটি সমিতিতে কৃষি কর্মকান্ডের সাথে জড়িত 15 জন নারী ও 15 জন পুরুষ সদস্য অন্তর্ভূক্ত করা।
  2. ঋণ কার্যক্রম: (ক) প্রায়োগিক গবেষণা ফান্ড হতে 10% সার্ভিস চার্জে পর্যায়ক্রমে 1.5 কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করার পরিকল্পনা রয়েছে। প্রায়োগিক গবেষণা পরিচালকের নেতৃত্বে 2 জন সহযোগী কর্মসূচি পরিচালক এবং 3 জন ষ্টাফের সমন্বয়ে কার্যক্রমটি পরিচালনা হচ্ছে। তাছাড়া ‍ঋণ আদায় কার্যক্রম পরিচালনার জন্য সমিতির সভাপতি ও ম্যানেজারকে মাসিক সম্মানী ভাতার ভিত্তিতে নিয়োজন করা হয়েছে। প্রাথমিকভাবে বার্ডের নিজস্ব ষ্টাফদের মধ্য থেকে উপর্যুক্ত কর্মীকে ঋণ আদায়কারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এক্ষেত্রে হিসাব সংরক্ষণের জন্য সোনালী ব্যাংক, কোটবাড়ী শাখায় “গ্রামীণ ঋণ” শিরোনামে খোলা হিসাবটি ব্যবহৃত হবে।

(খ) ঋণ কার্যক্রমে অর্থের উৎসঃ প্রাথমিক ভাবে প্রায়োগিক গবেষণা থেকে বরাদ্দকৃত 47 লক্ষ ও বার্ডের সমাপ্তকৃত প্রকল্পের 51 লক্ষ টাকাসহ মোট 98 লক্ষ টাকা ঋণ কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। এছাড়া বার্ডের সমাপ্তকৃত অন্যান্য প্রকল্পের অব্যয়ীত অর্থ ও অন্যান্য উৎস থেকে ঋণ বিতরণের ফান্ড সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।

(গ) প্রতিটি সমিতিতে বিনিয়োগের আয় থেকে সমিতিরি সভাপতি ও ম্যানেজারের ভাতা, ঋণ আদায়কারী ভাতা, কুঋণ তহবিল, ঋণ কার্যক্রমের সাথে সরাসরি সংশ্লিষ্ট বার্ডের কর্মকর্তা/কর্মচারীর ভাতা, প্রশাসনিক সমর্থন কাজের ভাতা ও ঘূর্নায়মান তহবিল সৃষ্টি করার পরিকল্পনা বাস্তাবায়ন চলমান।

 

 

  1. কেঁচো সার ‍উৎপাদন ও বিপননে উদ্যোক্তা সৃজনঃ সুফলভোগীদের মধ্যে থেকে আগ্রহীদের নিয়ে কেঁচো সার ‍উৎপাদন ও বিপননের বিষয় প্রশিক্ষণ প্রদান করে প্রত্যেককে প্রয়োজনীয় সংখ্যক রিং ও কেঁচো প্রদান করা হয়েছে। কেঁচোসার উৎপাদনের জন্য ঘর তৈরীসহ অন্যান্য যাবতীয় খরচ উদোক্তাগণ বহন করেছেন। মাঠকর্মীগণ নিয়মিত পরিদর্শনের মাধ্যমে কেঁচো সার উৎপাদন ও বিপননে উদ্যোক্তাদের সহযোগিতা করছেন। কেঁচোসার উৎপাদন বিষয়ে 100 জন উদ্যোক্তা সৃজন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেঁচোসারের গুনাগুন সুফলভোগীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে, কেঁচো সার প্রয়োগে সবজি উৎপাদনের উপর প্রদর্শনী খামারের আয়োজন হয়েছে।

3.2.     উচ্চ মূল্যের সবজি উৎপাদনে উদ্যোক্তা সৃজনঃ ‍উচ্চ মূল্যের সবজি যেমন: গ্রীষ্মকালীন টমেটো, ক্যাপসিকাম, ব্রোকলি ইত্যাদি উচ্চমূল্যের সবজি ফল চাষের উপর উদ্যোক্তা নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান, পরামর্শ ও উপকরণ যেমন: চারা ও সার সরবরাহ করা হয়েছে। সবজি উৎপাদনের জন্য জমি বরাদ্দ ও প্রস্তুত করা, নিয়মিত পরিচর্যা করা, ঔষধ প্রয়োগ ইত্যাদির খরচ উদ্যোক্তা বহন করছেন। তাছাড়া উৎপাদিত সবজি বিক্রির জন্য বিভিন্ন সুপারশপের সাথে মার্কেট লিংকেজ করার কার্যক্রম চলমান রয়েছে। চলমান অর্থবছরে সবজি উৎপাদন বিষয়ে 25 জন উদ্যোক্তা সৃজন করা হয়েছে।

3.3.     উচ্চ মূল্যের ফল উৎপাদনে উদ্যোক্তা সৃজন: উচ্চমূল্যের ফল যেমনঃ ড্রাগণ ফল, বারি আম-৪, এভোকেডো ইত্যাদি ফল চাষের উপর উদ্যোক্তা নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান, পরামর্শ ও উপকরণ যেমন: চারা সরবরাহ হয়েছে। ফল উৎপাদনের জন্য জমি বরাদ্দ ও প্রস্তুত করা, নিয়মিত পরিচর্যা করা, ঔষধ প্রয়োগ ইত্যাদির খরচ উদ্যোক্তা বহন করবেন। তাছাড়া উৎপাদিত ফল বিক্রির জন্য বিভিন্ন সুপারশপের সাথে মার্কেট লিংকেজ করার কাজ চলমান রয়েছে।

3.4.     গবাদী পশু ও হাঁস-মুরগি পালন:  সুফলভোগীদের মধ্যে যারা গবাদি পশু ও হাঁস মুরগি পালন করতে ইচ্ছুক, তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, উপকরণ ও ঋণ প্রদান করা হবে। গবাদি পশু ও হাঁস মুরগি পালন বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞেদের সাথে সংযোগ স্থাপনের কাজ চলমান রয়েছে।

3.5.   প্রশিক্ষণ কার্যক্রমঃ কেঁচোসার উৎপাদন ও ব্যবহার, উন্নত জাতের সবজি ও ফল উৎপাদন এবং আধুনিক পদ্ধতিতে গবাদি পশু ও হাঁস মুরগি পালন বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। 2024-2025 অর্থবছরে 392 জন সুফলভোগীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

  1. 2024-2025 অর্থবছরে প্রায়োগিক গবেষণা প্রকল্পের অগ্রগতিঃ

4.1 প্রায়োগিক গবেষণার কার্যক্রম আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় পরিচালনা হয়। কৃষি কর্মকান্ডের সাথে জড়িত আগ্রহী নারী ও পুরুষ সদস্য এবং মাসিক 200 টাকা হারে সঞ্চয় করতে ইচ্ছুক, এমন সদস্যদের নিয়ে গ্রাম সংগঠন গঠন করা হয়। প্রায়োগিক গবেষণার আওতায় 21টি গ্রামে উন্নয়ন সংগঠন সৃজন করা হয়। প্রতিটি সংগঠনে কৃষি কর্মকান্ডের সাথে জড়িত নারী ও পুরুষ সদস্য অন্তর্ভূক্ত করা হয় এবং মাসিক সভার মাধ্যমে সদস্যদের নিকট থেকে মাসিক 200 টাকা হারে সঞ্চয় সংগ্রহ করা হয় ও কৃষি কর্মকান্ডের সাথে জড়িত নারী ও পুরুষ সদস্যদের মাঝে ঋণ প্রদান করা এবং মাসিক ঋণের কিস্তি আদায় করা হয়ঃ

ক্রমিক নং

সমিতির সংখ্যা

সদস্য সংখ্যা

সঞ্চয় জমা

(লক্ষ টাকা)

ঋণ বিতরণ

(লক্ষ টাকা)

ঋণ বিতরণ (জন)

ঋণ আদায়

(লক্ষ টাকা)

01.

30টি

785

30.26 লক্ষ

209.95 লক্ষ

322

135.18 লক্ষ

 

4.2 উপকরণ বিতরণঃ     প্রায়োগিক গবেষণার কার্যক্রমের আওতায় কৃষি ও আয়বর্ধক কর্মকান্ডের সাথে জড়িত সদস্যদের মাঝে বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ করা হয়ঃ

উপকরণের নাম

উপকরণের সংখ্যা

বিতরণকৃত সংখ্যা

কেঁচো কম্পোস্ট উৎপাদনের রিং বিতরণ

430টি

166 জন

কেঁচো সার উৎপাদনের লক্ষ্যে কেঁচো বিতরণ

83 কেজি

168 জন

উচ্চ মূল্যের সবজি উৎপাদনে লক্ষ্যে সবজি বীজ বিতরণ

শীতকালী ও গ্রীষ্মকালীন

85 জন

ফল উৎপাদনে উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে বিভিন্ন জাতের ফলের চারা বিতরণ

2700টি

180 জন

 

4.3 প্রশিক্ষণ প্রদানঃ       প্রায়োগিক গবেষণার সংগঠণের সদস্যদের কৃষি ও আয়বর্ধক বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয়ঃ

ক্র.নং

প্রশিক্ষণ কোর্সের বিষয়

প্রশিক্ষণ কোর্সের সংখ্যা মেয়াদ

অংশগ্রহণকারীদের সংখ্যা (নারী,পুরুষ)

 

  1.  

মাঠ কর্মী ও গ্রাম সংগঠনের সভাপতি/ম্যানেজারদের প্রকল্প বাস্তবায়ন কলাকৌশল ও গ্রামীণ সংগঠন পরিচালনার প্রক্রিয়া বিষয়ক প্রশিক্ষণ কোর্স

01টি

01 দিন

নারী-31  পুরষ-16

  1.  

পিয়ার লার্নিং পদ্ধতিতে গ্রামীন সংগঠনের মাধ্যমে কেঁচোসার উৎপাদন, ব্যবহার  ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কোর্স

05টি

01 দিন

নারী-78  পুরষ-47

  1.  

“জৈব সার (কেঁচোসার) প্রয়োগে শীতকালীন সবজি (ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও গোলআলু) উৎপাদনের ফলন শীর্ষক” মাঠ দিবস (কৃষক দিবস) বিষয়ক প্রশিক্ষণ কোর্স

01টি

01 দিন

নারী-28 পুরষ-32

  1.  

গ্রাফটিং পদ্ধতিতে চারা উৎপাদন বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স  

04টি

01 দিন

নারী-58  পুরষ-42

  1.  

“জৈব সার (কেঁচোসার) প্রয়োগে গ্রীষ্মকালীন সবজি ( টমেটো, ঢেঁড়স, বরবটি, বেগুন, পুঁইশাক, কলমি শাক, লালশাক, ডাটা ইত্যাদি) উৎপাদন শীর্ষক” মাঠ দিবস (কৃষক দিবস) আয়োজন:

01টি

01 দিন

নারী-28  পুরষ-32