Wellcome to National Portal
  • BARD
  • 2025-06-26-06-31-e16fd3a261ff1d0896370bf8c52b3408
  • 2019-12-17-23-29-55703007d9d04572df02a06fbd714d24
  • 2023-08-22-09-18-f2fea784a8ef59112b7c4976ca377450
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০১৯

আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে বার্ডের উদ্যোগে পরিকল্পনা সম্মেলন শুরু


প্রকাশন তারিখ : 2019-12-15

মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচী ‘আমার গ্রাম আমার শহর’ অর্থাৎ শহরের সুবিধা গ্রামে পৌছোনোর লক্ষ্য নিয়ে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা কর্তৃক বাস্তবানাধীন ইউনিয়ন পরিষদ ও গ্রাম সংগঠনের মাধ্যমে পল্লী এলাকার জীবনযাত্রার মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের উদ্যোগে ওয়ার্ড পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়েনের প্রাক্তন চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া এ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
‘আমার গ্রাম আমার শহর’ অর্থাৎ শহরের সুবিধা গ্রামে পৌছানোর জন্য প্রথমত প্রয়োজন গ্রামের প্রকৃত অবস্থা নিরূপন করা। গ্রামের প্রকৃত অবস্থা এবং সমস্যা চিহ্নিত করার পর শহরের যে সকল সুযোগ সুবিধা সে গ্রামের জন্য অত্যাবশ্যকীয় ও প্রযোজ্য হবে তা গ্রামের জনগণের মতামত নিয়ে পরিকল্পনা গ্রহণ করা একান্ত প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখেই বার্ডের উদ্যোগে উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জন্য নয়টি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরবর্তীতে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে নয়টি ওয়ার্ডের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার আলোকে ইউনিয়ন পরিষদের জন্যও একটি বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। এ উন্নয়ন পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হবে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের একটি উদ্যোগ তথা ‘আমার গ্রাম আমার শহর’ এই কর্মসূচীকে অর্থবহ করে বাস্তবায়ন করা।
১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামে অনুষ্ঠিত এ পরিকল্পনা সম্মেলনে উপস্থিত ছিলেন বার্ডের যুগ্ম-পরিচালক ও প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মামুন। বার্ডের যুগ্ম-পরিচালক আফরীন খান ও উপ-পরিচালক আযমা মাহমুদা সহ ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী ও মুগুজী গ্রামের সর্বস্তরের জনগণ এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

2019-12-15-23-46-bf71d9da44fa5890c687083a990f26e02019-12-15-23-47-945bd5e817ed5f047f5f5a2c423866cd