Wellcome to National Portal
  • BARD
  • 2025-06-26-06-31-e16fd3a261ff1d0896370bf8c52b3408
  • 2019-12-17-23-29-55703007d9d04572df02a06fbd714d24
  • 2023-08-22-09-18-f2fea784a8ef59112b7c4976ca377450
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুন ২০২৪

বার্ডে রিসার্চ হাইলাইটস্ সেমিনার ২০২৪ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-06-26

2024-06-26-12-29-86d9a4d884133b788d8fb82a5ab7759e

২৬ জুন ২০২৪ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর লালমাই অডিটরিয়ামে “রিসার্চ হাইলাইটস্-২০২৪” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্বোধনী অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবদুল করিম, অতিরিক্ত মহাপরিচালক, বার্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইয়াকুব হোসেন, নির্বাহী পরিচালক, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আবদুল্লাহ আল মামুন, পরিচালক (প্রশিক্ষণ) বার্ড। এছাড়াও সেমিনারের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য প্রদান করেন ড. মোঃ মিজানুর রহমান, পরিচালক, বার্ড। উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে বার্ড-এর অতিরিক্ত মহাপরিচালক মহোদয় বলেন, বার্ডের গবেষণার ফলাফল সরকারের পলিসি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ক্ষুদ্র ঋণের প্রভাব, লৈঙ্গিক সমতা, নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, আইসিটি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, দারিদ্রতার স্বরূপ, যান্ত্রিক কৃষি ইত্যাদি সময়োপযোগী বিষয়ে বার্ড গবেষণা পরিচালনা করছে। এসব গবেষণার ফলাফল পল্লী এলাকার জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত সেমিনারে ০৫টি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেমিনারে বিভিন্ন গবেষণাধর্মী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষদবর্গ এবং বার্ডের অনুষদবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিকট সেমিনারের বিভিন্ন দিক তুলে ধরেন সেমিনার পরিচালক জনাব আবদুল্লাহ আল হুসাইন, যুগ্মপরিচালক, বার্ড। সহকারী সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেন জনাব মোঃ আমিনুল ইসলাম, সহকারী পরিচালক, বার্ড এবং সেমিনার সমন্বয়কের দায়িত্ব পালন করেন জনাব জোনায়েদ রহিম, যুগ্মপরিচালক (প্রশিক্ষণ), বার্ড।