Wellcome to National Portal
  • BARD
  • 2025-06-26-06-31-e16fd3a261ff1d0896370bf8c52b3408
  • 2019-12-17-23-29-55703007d9d04572df02a06fbd714d24
  • 2023-08-22-09-18-f2fea784a8ef59112b7c4976ca377450
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ এপ্রিল ২০১৯

বার্ডে নগর স্থানীয় সরকার ব্যবস্থা ও আইন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


প্রকাশন তারিখ : 2019-04-28

অদ্য ২৮ এপ্রিল ২০১৯ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণের জন্য নগর স্থানীয় সরকার ব্যবস্থা ও আইন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান । সভাপতির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সময়ে নগর উন্নয়নে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। গাজীপুর মহানগরীকে অধিকতর বাসযোগ্য করে গড়ে তুলতে তিনি কাউন্সিলরগণকে আহবান জানান। ২৮ এপ্রিল - ০২ মে, ৫দিন ব্যাপী আয়োজিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য। কোর্সের পরিচিতি তুলে ধরেন বার্ডের পরিচালক (পল্লী শিক্ষা ও সমাজ উন্নয়ন) ও কোর্স পরিচালক জনাব ড. মাসুদুল হক চৌধুরী। এ কোর্সে সহযোগী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করছেন বেগম আযমা মাহমুদা, সহকারী পরিচালক, বার্ড। উক্ত অধিবেশনটি সঞ্চালনা করেন উপ পরিচালক (পল্লী পশাসন ও স্থানীয় সরকার) জনাব ফৌজিয়া নাসরিন সুলতানা।