Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ এপ্রিল ২০২৫

সিরডাপ মহাপরিচালকের বার্ড পরিদর্শন


প্রকাশন তারিখ : 2025-04-28

২৭ এপ্রিল, ২০২৫ তারিখ Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP)-এর মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পরিদর্শন করেন। পরিদর্শনকালীন তিনি বার্ড-এর অনুষদবর্গের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। সভায় বার্ডের কার্যক্রম উপস্থাপনা করেন জনাব রঞ্জন কুমার গুহ, পরিচালক (প্রকল্প), বার্ড । সভায় বার্ড এবং সিরডাপ পল্লী উন্নয়নে যে সকল ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সিরডাপ মহাপরিচালক বার্ড-এ চলমান প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।